- আজ বুধবার
- ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ আগস্ট ২০২১ | ৭:১৭ অপরাহ্ণ
সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিতের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নেয়া প্রকল্পের আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য ২ হাজার ৪৭৪টি এবং বস্তিবাসীদের জন্য ৩০০ ফ্ল্যাট।
পাশাপাশি এক ছাদের নিচে সরকারি সব সেবা পেতে মাদারীপুরে নির্মিত হয়েছে সমন্বিত জেলা অফিস।
এসব কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা। বলেন, কেউ যেন গৃহহীন না থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার।
সরকার প্রধান জানান, কম জমি ব্যবহার করে অধিক মানুষের আবাসন নিশ্চিত করার লক্ষ্যেই ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা।
অনুষ্ঠানের শেষে বস্তিতে থাকা তিনজনের হাতে বরাদ্দকৃত ফ্ল্যাটের চাবি তুলে দেয়া হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |