- আজ সোমবার
- ৯ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৫শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ মে ২০২১ | ৯:৫৬ পূর্বাহ্ণ
দেশের বরেণ্য অভিনেতা আলমগীরের দ্বিতীয় টেস্টেও কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। এ তথ্য জানান অভিনেতার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তিনি বলেন, বাবার (আলমগীর) শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। তাই চিকিৎসকের পরামর্শে গত ২৮ এপ্রিল দ্বিতীয় দফায় পরীক্ষা করানো হয়। সেখানে বাবার রিপোর্ট পজিটিভ এসেছে। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন মেয়ে আঁখি।
গত ১৮ই এপ্রিল সপরিবারে নমুনা পরীক্ষায় আলমগীরের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে, তার স্ত্রী সংগীতশিল্পী রুনা লায়লাসহ অন্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন আলমগীরের মেয়ে আঁখি আলমগীর। বর্তমানে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতাল হাসপাতালে ভর্তি আছেন এই অভিনেতা।