• আজ বৃহস্পতিবার
    • ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি

    নাটকের শুটিংয়ের জন্য ভাড়া করা হলো ট্রেন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ ডিসেম্বর ২০২১ | ১:৪৪ অপরাহ্ণ

    একটি টেলিফিল্ম বানানো হবে। মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে সে টেলিফিল্মের জন্য দরকার ট্রেন, এবং শুধু ট্রেনে হলে হবে না—প্রয়োজন রেলের শহর। মুক্তিযুদ্ধের রোমহর্ষক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘শ্বাপদ’। আর এ টেলিফিল্মকে বাস্তবে চিত্রিত করতে শুটিংয়ের জন্য ঢাকা থেকে ৩৫০ কিলোমিটার দূরের রেলের শহর পার্বতীপুর ও সৈয়দপুরকে বেছে নেওয়া হয়।

    টানা তিনদিন সেখানে শুটিং করা হয়। চিত্রনাট্য লিখেছেন মাসুম আর পরিচালনা করেছেন শাহরীয়ার। টেলিফিল্মটি প্রযোজনা করেছেন পিকলু চৌধুরী। এতে অভিনয় করেছেন—শবনম ফারিয়া, এফ এস নাইম, তারিক আনাম খান, শম্পা রেজা, শতাব্দী ওয়াদুদ, আবুল কালাম আজাদ সেতু, রওনক রিপন ছাড়াও আর অনেকে।

    নাটকটির প্রযোজক পিকলু চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের কোনো ঘটনা এতই নৃশংস যে, সেসব গল্প শুনলে বুক কেঁপে ওঠে। পাকবাহিনীর নির্মম অত্যাচারের শিকার হয়েছে এ দেশের মানুষ। এ গল্প তারই প্রতিচ্ছবি। সত্য ঘটনার অনুপ্রেরণায় এ গল্প আমরা শুনেছি ঘটনার সাক্ষী ওয়াজিউল্লার মেয়ে লুৎফুন্নেসা এবং নাতি রাশেদুল আউয়ালের কাছে।’

    পিকলু আরও বলেন, ‘আমরা এ টেলিফিল্মটি বানানোর জন্য একটি ট্রেন ভাড়া করেছি তিন দিনের জন্য। শুধু তাই নয়, স্থানীয়ভাবে সহায়তা পেয়েছি বলে একটি সুন্দর প্রযোজনা সম্পন্ন করতে পেরেছি। আগামী ১৬ ডিসেম্বর টেলিফিল্মটি প্রচারিত হবে একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০