• আজ বৃহস্পতিবার
    • ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি

    নারীকে রিমান্ডে নিয়ে স্পর্শকাতর স্থানে আঘাতের অভিযোগ

    | ২৭ জুলাই ২০২১ | ৯:৫১ পূর্বাহ্ণ

    বরিশালে হত্যা মামলায় গ্রেপ্তার এক নারীকে রিমান্ডে নিয়ে পুলিশের বিরুদ্ধে যৌনাঙ্গে আঘাতের অভিযোগ উঠেছে।

    রিমান্ড শেষে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১লা জুলাই পুলিশ ওই নারীকে হাজির করে। এ সময় তিনি আদালতের সামনে খুড়িয়ে হাঁটছিলেন। এ দৃশ্য দেখে ওই নারীর আইনজীবী মজিবর রহমান তার উপর কোনো নির্যাতন হয়েছে কিনা জানতে চান। পরে তিনি তার আইনজীবীর কাছে যৌনাঙ্গে আঘাত করার অভিযোগ করেন।

    ওই নারীর আইনজীবী মজিবর রহমান বলেন, তাকে যখন ম্যাজিস্ট্রেটের সামনে আনা হয় তখন তার খুড়িয়ে খুড়িয়ে হাটা ম্যাজিস্ট্রেট দেখতে পান। এ সময় তাকে মারধরের কথা জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তা স্বীকার করেন। পরে ম্যাজিস্ট্রেট একজন নারী কনস্টেবলকে দিয়ে খাসকামরায় নিয়ে পরীক্ষা করে তার শরীরের গোপনীয় জায়গাসহ বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন আছে বলে জানতে পারেন।

    এদিকে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে এ বিষয়ে বিভাগীয় তদন্ত হচ্ছে বলে জানান তিনি।

    এদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বেঞ্চ সহকারী নাহিদা খানম বলেন, ওই নারী আসামি বরিশালের উজিরপুর থানায় রিমান্ডে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ আনলে বিচারক ঘটনাটি তদন্তের আদেশ দেন। একই সঙ্গে বরিশালের পুলিশ সুপারকে হত্যা মামলাটি তদন্ত করতে বলেন আদালত।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০