- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ মার্চ ২০২২ | ১:৫৮ অপরাহ্ণ
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। স্ট্রোক করার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হাই ডিপেনডেনসি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের এনজিওগ্রাম করা হয়েছে। তার রক্তক্ষরণের উৎস চিহ্নিত করা হয়েছে। রক্তক্ষরণ বন্ধে চিকিৎসকরা দুই দিন সময় চেয়েছেন। শনিবার তার অস্ত্রোপচার করা হতে পারে।
জানা গেছে, গতকাল থেকে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম কিছুটা কথা বলতে পারছেন। তার কাছে পরিবারের বাইরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব জানান, জেনারেল ইবরাহিম মঙ্গলবার সকালে তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়। তার স্ট্রোক হয়েছে।