- আজ বুধবার
- ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জুন ২০২২ | ৪:১১ অপরাহ্ণ
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। আজ শনিবার সকালে শহরের অঙ্গীকার পাদদেশ সংলগ্ন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি চাঁদপুর স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
র্যালির নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
র্যালিতে সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।