• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    পর্দায় শীলা আহমেদের মেয়ে, নির্মাণে নুহাশ হুমায়ূন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ৪:২৯ অপরাহ্ণ

    পূর্বসূরিকেই যেন ফলো করলো অনোরা। না, শুধু নাম বললে চেনা যাবে না। অনোরার মায়ের নামটি হচ্ছে শীলা আহমেদ। যিনি ‘আজ রবিবার’সহ অনেক নাটকে অভিনয় করে মন জয় করেছেন অসংখ্য মানুষের।

    হ্যাঁ, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মেয়ে অভিনেত্রী শীলা। তার কন্যা এবার ক্যামেরায় ধরা দিলো। আর ক্যামেরার পেছনের মানুষটি হলেন হুমায়ূন-পুত্র নুহাশ হুমায়ূন। মামার পরিচালনায় নতুন স্বল্পদৈর্ঘ্যে হাজির হয়েছে অনোরা। ছবিটির নাম ‘মশারি’।

    অনোরার সঙ্গে এর অপর চরিত্রে আছেন ‘ন ডরাই’-খ্যাত তারকা সুনেরাহ বিনতে কামাল।

    শুটিংয়ের তিন বছর পর ছবিটি সম্পর্কে জানালেন নায়িকা ও পরিচালক। কারণ এটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে এবার। আগামী ১৩ মার্চ এটি দেখানো হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে।

    নুহাশ হুমায়ূন জানান, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে এসে দুই বোনের গল্প উঠে আসবে এতে। যার একজন সুনেরাহ।

    তিনি বলেন, ‘২০১৯ সালে ছবিটির কাজ করি। এটা তৈরিই করা হয়েছিল বিশ্বের বিভিন্ন উৎসবে পাঠানোর জন্য। সে অনুযায়ী ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে এবার। আমার সঙ্গে আছে শীলা আপুর মেয়ে অনোরা।’

    ছবির গল্পটি ভৌতিক। দুই বোনের নাম অপু ও আইরা। গল্পে দেখা যাবে, একটি রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনমানব শূন্য হয়ে যাচ্ছে। সর্বশেষ দুজন মানুষ বেঁচে আছে ঢাকায়। তারাই হলো অপু ও আইরা। একটা সময় তারা বুঝতে পারে সেই রক্তপিপাসু পোকার হাত থেকে বেঁচে থাকার হাতিয়ার হলো মশারি!

    ছবিটি লিটল-বিগ প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত। যেখানে প্রযোজক হিসেবে আছেন বুশরা আফরিন ও নুহাশ হুমায়ূন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১