- আজ বৃহস্পতিবার
- ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ মার্চ ২০২৩ | ৭:২৭ অপরাহ্ণ
ভারতের পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এবার কলকাতা শহরের মেডিকেল কলেজগুলো ছাড়াও মৃত্যু নথিভুক্ত হলো। বর্ধমান জেলার মেডিকেল কলেজে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মৃত্যু হয়েছে দুই শিশুর।
বর্ধমান মেডিকেল কলেজে মারা যাওয়াদের মধ্যে একজনের বয়স মাত্র এক মাস। অপর জনের চার মাস। জ্বর,সর্দি-কাশি, ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়ে ছিল তারা।
যদিও বর্ধমান মেডিকেল কলেজের সুপার জানিয়েছে, অ্যাকিউট রেসপিরেটরি ইনলেসে অর্থাৎ একটি ভাইরাল শ্বাসযন্ত্রের রোগে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টজনিত উপসর্গ নিয়ে ৯৯ শিশু ভর্তি রয়েছে।
পশ্চিমবঙ্গজুড়েই উত্তরোত্তর বাড়ছে এই সংক্রমণের রোগীর সংখ্যা। তাই এই ভাইরাসের সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে নিয়ে বিশেষ বৈঠক করেছেন।
বৈঠকে অ্যাডিনোভাইরাসের মোকাবিলায় একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, কলকাতাসহ পশ্চিমবঙ্গের সমগ্ৰ জেলার মেডিকেল কলেজে এআরআই ক্লিনিক ২৪ ঘণ্টা চালু রাখতে হবে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্টজনিত রোগের জন্য মেডিকেল কলেজ ছাড়াও সরকারি-বেসরকারি হাসপাতালে ২৪ ঘণ্টার সুবিধা চালু হচ্ছে।
পশ্চিমবঙ্গের হাসপাতালে এমার্জেন্সিতে ২৪ ঘণ্টা শিশুরোগ বিশেষজ্ঞ (চিকিৎসক) থাকবে। খোলা হবে ২৪ ঘণ্টা হেল্পলাইনও চালু থাকবে। এমনকি কোভিডের সময় ব্যবহৃত ভেন্টিলেটরগুলো প্রয়োজন হলে শিশুদের জন্য ব্যবহার করা হবে।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানান, রাজ্যের সব হাসপাতাল পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটর রয়েছে। সব হাসপাতালের সুপার ও কর্মকর্তাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।