- আজ শুক্রবার
- ৬ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ ডিসেম্বর ২০২১ | ৬:৩৮ অপরাহ্ণ
পেট্রোলের দাম লিটার প্রতি ৮ রুপি কমিয়েছে ভারতের দিল্লি সরকার। কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি রাজ্য সরকার ভ্যাট ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯ দশমিক ৪০ শতাংশ করার ঘোষণা দেওয়ায় এই দাম কমেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এই সিদ্ধান্তের ফলে দিল্লিতে পেট্রোলের প্রতি লিটারে দাম কমছে ৮ রুপি। এর আগে ৪ নভেম্বর পেট্রোল ও ডিজেলে আবগারী শুল্ক কমায় ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে দেশটিতে পেট্রোল-ডিজেলের মূল্য রেকর্ড ছুতে পারেনি।
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুসারে, দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৩ দশমিক ৯৭ রুপিতে এবং ডিজেল ৮৬ দশমিক ৬৭ রুপিতে। মুম্বাইতে প্রতি লিটার বিক্রি হচ্ছে পেট্রোল ১০৯ দশমিক ৯৮ রুপি ও ডিজেল ৯৪ দশমিক ১৪ রুপিতে।