• আজ মঙ্গলবার
    • ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

    | ২৫ জুলাই ২০২১ | ৮:৩৬ অপরাহ্ণ

    গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকায় মানসিক প্রতিবন্ধী তরুণীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    রোবাবর সকালে আসামিদের গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়।

    গ্রেফতারকৃতরা হলো— রফিক টঙ্গী কাঁঠালদিয়া এলাকার হানিফের ছেলে, একই এলাকার মো. নাঈম আবুবকর সিদ্দিকের ছেলে ও মো. মনিরুল ইসলাম আব্দুল গনির ছেলে।

    ভুক্তভোগী তরুণীর ভাই জানান, শনিবার সকালে নিজ বাসার সামনে ওই তরুণী খেলা করছিল। এমন সময় তার বড় ভাইকে খুঁজতে আসে কয়েকজন যুবক। বাসায় নেই জানালে তাকে নানাবিধ লোভ দেখায় তারা।

    একপর্যায়ে রফিক ও তার বন্ধুরা মিলে তাকে টঙ্গী বড় দেওড়া এলাকায় তাদের আরেক বন্ধু কায়সারের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে রফিক, নাঈম ও মনির মিলে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে রিকশায় বাড়ি পাঠিয়ে দেয়।

    পরে ঘটনা জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পরে ওই তিন যুবককে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি ধর্ষণের মামলা করা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১