- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৪:২৫ অপরাহ্ণ
প্রবাসীদের ভালো সেবার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রবাসীদের যাতে কোনও অভিযোগ না থাকে। প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।’
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আধুনিক সব উড়োজাহাজ নিয়ে বিমান সেবা দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে নিজেরাই ‘সি চেক’ করতে সক্ষম হয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিং-এর অবস্থাও উন্নত হচ্ছে। আমরা প্রশিক্ষণের মাধ্যমে উন্নত সেবা দিতে চাই। আমাদের ইন ফ্লাইট সেবা উন্নত হয়েছে। বিমানের খাবারও বেশ ভালো।’
শেখ হাসিনা বলেন, ‘টিকিটিং সব অনলাইনে হবে। এটা প্রবাসীদের জন্য ভালো হবে। অনলাইনে ব্যবস্থা না থাকায় টিকিট নিয়ে ঝামেলা হতো। এটি মার্চ মাস থেকে শুরু হলে যাত্রীদের টিকিট নিয়ে কোনও অভিযোগ থাকবে না।’
সরকারপ্রধান আরও বলেন, ‘করোনা মহামারিতে প্রবাসীদের সেবা দেওয়াসহ দেশে আসা বিদেশি শিক্ষার্থীদের পৌঁছে দিয়েছে। আমরা এক হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছি। তৃতীয় টার্মিনাল নির্মাণ হলে বিমান সেবার পরিধি বাড়বে। কক্সবাজারেও আন্তর্জাতিক মানের বিমানবন্দর হচ্ছে। আমরা আন্তর্জাতিক বিভিন্ন রুটে ফ্লাইট বাড়াবো। বিমানের নিজস্ব কার্গোবিমান থাকা প্রয়োজন। অন্ততপক্ষে দুইটি নিজস্ব কার্গো থাকতে হবে। আমাদের কাস্টম সিস্টেমও আরও আধুনিক করতে হবে।’
বিমানকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিমান বহরে যেসব উড়োজাহাজ রয়েছে, তার যথাযথ রক্ষাবেক্ষণ করতে হবে। সৈয়দপুর, সিলেট, বরিশালসহ দেশের সব বিমানবন্দরকে আরও বেশি আধুনিক করতে হবে।’
তিনি বলেন, ‘দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে আমাদের বিনিয়োগ বাড়বে। সেইসঙ্গে দেশের যোগাযোগের পরিধি বাড়বে।’