- আজ মঙ্গলবার
- ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ মে ২০২৫ | ৬:০৩ অপরাহ্ণ
একসময়ের শক্তিশালী যাত্রার মঞ্চ পরিণত হয়েছে প্রাপ্তবয়স্ক নৃত্য-আসরে। সময়ের সঙ্গে রং হারিয়েছে বাংলার ঐতিহ্য যাত্রাপালা। যাত্রা শিল্পীদের নিয়ে নির্মিত সিনেমায় গ্ল্যামারাস প্রিন্সেস রোজি চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এখন বড় পর্দাতেই বেশি ব্যস্ত থাকেন। সেই ধারাবাহিকতায় নতুন রূপে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। যাত্রাপালার শিল্পীদের সঙ্গে এবার ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায় বড় পর্দায় দেখা যাবে তাকে।
যাত্রার সঙ্গে সিনেমাটির নির্মাতা আসিফ ইসলামের পরিচয় হয়েছিল শৈশবে। সেই স্মৃতি পুনরুজ্জীবিত করতে ২০১৮ সালে নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালা দেখতে যান তিনি। সেখানে গিয়ে তার মনে হয়, যাত্রাশিল্প এখন পরিণত হয়েছে প্রাপ্তবয়স্ক নৃত্য-আসরে। গল্পের চেয়ে দর্শকের আগ্রহ ছিল শহর থেকে আসা একজন নৃত্যশিল্পীকে ঘিরে। কয়েকটি দৃশ্যের পরেই পালা থেমে যায়, দর্শকদের দাবির মুখে অপমানে মঞ্চ ছাড়তে হয় পালার প্রধান অভিনেতাকে। সেই ঘটনা নিয়েই ল্যান্ড অব দ্য প্রিন্সেস সিনেমাটি নির্মাণ করেছেন আসিফ ইসলাম।