- আজ বৃহস্পতিবার
- ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:০৫ অপরাহ্ণ
ফ্রান্সের সেন্ট-জিন-ডি-লুজ শহরের একটি উচ্চ বিদ্যালয়ে স্প্যানিশ একজন শিক্ষককে একজন ছাত্র ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, বুধবার সকালে একটি ক্লাসে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, স্থানীয় প্রসিকিউটরের সাথে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে।
দ্য সানের খবরে বলা হয়েছে, ১৬ বছর বয়সী ওই ছাত্র তার ব্যাগ থেকে ছুরি বের করে। এরপর উপর্যুপরি শিক্ষককে ছুরিকাঘাত করে। ওই ছাত্র সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে ভুগছিল বলে খবরে বলা হয়েছে।