- আজ বুধবার
- ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ মার্চ ২০২২ | ১২:০৮ অপরাহ্ণ
মহান স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে ধানমন্ডি’র ৩২ নন্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
এসময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে একটি চৌকস দল এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আরও একবার পুষ্পস্তবক অর্পন করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশ করেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করেন।