- আজ বৃহস্পতিবার
- ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জুন ২০২১ | ৫:৪২ অপরাহ্ণ
বাংলাদেশিকে তরুণীকে নির্যাতনের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে ভারতের রামমূর্তি নগরের পুলিশ। গ্রেফতার দুজনও বাংলাদেশি নাগরিক বলে দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, নতুন গ্রেফতার দুই অভিযুক্তের বয়স ৩০ বছরের মতো। তাদের নাম আজিম এবং জামাল।
এর আগে আরও ৬ বাংলাদেশিকে গ্রেফতারের পর আজিম এবং জামাল আত্মগোপনে চলে যায়। পুলিশ প্রযুক্তির সহায়তায় তাদের ধরতে সক্ষম হয়।
তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে বলে জানিয়েছে পুলিশ। দেহব্যবসায় বাধ্য করা চক্রটির অংশ এরা। প্রধান অভিযুক্ত সবুজের খুব ঘনিষ্ঠ। বাংলাদেশ থেকে নারী পাচারে তারা সাহায্য করত।