• আজ সোমবার
    • ১৬ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩০শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২রা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বাংলাদেশে যুদ্ধাপরাধীদের প্রত্যাবাসনে যুক্তরাজ্যের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ নভেম্বর ২০২১ | ১১:২২ পূর্বাহ্ণ

    ১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত যারা বর্তমানে ব্রিটেনে অবস্থান করছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যুক্তরাজ্যের (ইউকে) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী (দক্ষিণ এশিয়া, কমনওয়েলথ এবং ইউএন বিষয়ক) লর্ড আহমেদ বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করতে এলে তিনি এই আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

    বৈঠককালে লর্ড আহমেদ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা, সাইবার নিরাপত্তা এবং জলবায়ু প্রকল্প ও নারীদের জন্য মানসম্মত শিক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহায়তাসহ বাংলাদেশ-যুক্তরাজ্য বন্ধুত্ব জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন।

    লর্ড আহমেদ ২১তম ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

    ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী।

    তিনি কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টারও স্বীকৃতি দিয়েছেন।

    ড. মোমেন কোভিড-১৯ এর ডেল্টা ভেরিয়েন্টের পরিপ্রেক্ষিতে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান।

    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ২৬- সম্মেলনের জন্য যুক্তরাজ্যের প্রেসিডেন্সির ভূমিকার প্রশংসা করেন।

    লর্ড আহমেদ ক্লাইমেট ভালনারেবিলিটি ফোরামের চেয়ার হিসেবে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা এবং গ্লাসগোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের কথা স্মরণ করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০