- আজ সোমবার
- ১৬ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ সেপ্টেম্বর ২০২১ | ৬:৩৮ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে করা আবেদনে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আর এই মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছি।’ তবে মতামতে কী রয়েছে তা জানাননি মন্ত্রী।
গত সপ্তাহে বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর মুক্তি চেয়ে আবেদন করেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এখন জার্মানিতে অবস্থান করছেন। আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার। মন্ত্রী দেশে আসার পর আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।