- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ জানুয়ারি ২০২২ | ৬:০৫ অপরাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে যান ন্যাশনাল পিপলস পার্টির নেতারা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শীর্ষনেতারা।
আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে মির্জা ফখরুলের উত্তরাস্থ বাসভবনে যান এনপিপি নেতারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইমাম প্রমুখ।
বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেছি। সরকার পতনের একদফা আন্দোলন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।