- আজ বৃহস্পতিবার
- ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ সেপ্টেম্বর ২০২১ | ৭:৪০ অপরাহ্ণ
করোনাভাইরাসের কারণে যেসব দেশ বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলো, তাদের মধ্যে কয়েকটি দেশ সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়। তবে অনেকেই শর্ত জুড়ে দেয়, যাত্রা শুরুর ছয় ঘন্টা আগে বিমানবন্দরে করা পিসিআর টেস্টের বাধ্যবাধকতার।
তবে দেশের কোনো বিমানবন্দরে এমন সুবিধা না থাকায়, সংকটের সমাধান হচ্ছিলো না। এমন বাস্তবতায় উদ্যোগী হলেন সরকার প্রধান। সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে নির্দেশনা দেন বিমানবন্দরে পিসিআর টেস্টের ব্যবস্থা করার। ব্রিফিংএ এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ।
প্রাথমিকভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের এই সুবিধা চালু হলেও, শিগগিরই বাকি দুটি আন্তর্জাতিক বিমানবন্দরেও পিসিআর টেস্টের ব্যবস্থা করা হবে বলেও জানান সচিব।