- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ মে ২০২২ | ৫:১৮ অপরাহ্ণ
ভারতের বেঙ্গালুরু রাজ্যে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৯ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন রাজ্যের একটি বিশেষ আদালত। গত বছরের মে মাসে ভয়াবহ ওই ধর্ষণের ঘটনা ঘটে। সে সময় ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই এ বিষয়ে মামলা দায়ের করা হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার বিশেষ আদালতের এক রায়ে চাঁদ মিয়া, মোহাম্মদ রিফাকদুল ইসলাম, মোহাম্মদ আলামিন হোসেন, রকিবুল ইসলাম, মোহাম্মদ বাবু শেখ, মোহাম্মদ ডালিম ও আজিম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
ওই ঘটনায় অভিযুক্ত তানিয়া খান নামের এক নারীকে ২০ বছর এবং মোহাম্মদ জামালকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ফরেনার্স অ্যাক্টের অধীনে দোষী সাব্যস্ত করে অপর ২ বাংলাদেশিকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় একজন খালাস পেয়েছেন।
গত মে মাসে সংঘবদ্ধ ঘর্ষণের ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। সে সময় এক টুইট বার্তায় দোষীদের ধরতে পুলিশকে যেন সহায়তা করা হয় সেজন্য সাধারণ জনগণকে আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
ওই ঘটনার পর ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে ১১ জনই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে জানা যায়। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থেকে খালাস পাওয়া ব্যক্তি ভারতীয় নাগরিক।