• আজ রবিবার
    • ৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলহজ ১৪৪৬ হিজরি

    ভারতের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ।

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ ডিসেম্বর ২০২১ | ৭:৪৯ অপরাহ্ণ

    এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে শক্তিধর ভারতের সঙ্গে পেরে উঠা কঠিন। তাই হারের ব্যবধান যত কম হয় সেদিকেই দৃষ্টি ছিল বাংলাদেশের। কিন্তু নিজেদের টার্ফে কোনও প্রতিরোধই কাজে লাগেনি স্বাগতিকদের। বুধবার নিজেদের প্রথম ম্যাচে রীতিমত উড়ে গেছে ভারতের সামনে। হেরেছে ৯-০ গোলে!

    মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপট ছিল ভারতের। পেনাল্টি কর্নারই পেয়েছে ১৪টি। ম্যাচ শুরুর ১২ মিনিটে এগিয়ে যায় তারা। গোল করেন দিলপ্রীত সিং। স্টিক ঘুরিয়ে তিনি যেভাবে গোল দিয়েছেন, তাতে গোলকিপার আবু সাইদ কিছুই করতে পারেননি। ব্যবধান দ্বিগুণ হয় ২২ মিনিটে। রেজাউল বাবুর মিস পাস থেকে বল পেয়ে দিলপ্রিত সিং রিভার্স হিটে ২-০ করেন। ৬ মিনিট পর হয়েছে আরও একটি গোল। ২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে ৩-০ তে এগিয়ে নেন হারমানপ্রীত সিং।

    ৩১ মিনিটে জার্মানপ্রিত সিং পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৪-০ করেছেন। ৪৩ মিনিটে স্কোরলাইন ৫-০ করে স্বাগতিকদের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন জার্মানপ্রিত। ৪৪ মিনিটে দিলপ্রিত সিং ফিল্ড গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন। তাতে স্কোরলাইন হয় ৬-০।

    ৫৪ মিনিটে আকাশদ্বীপ সিংয়ের ফিল্ড গোলে ভারতের স্কোর হয় ৭-০। এক মিনিটের ব্যবধানে ব্যবধান ৮-০ করেন মানদ্বীপ মোর। ৫৭ মিনিটে হারমানপ্রিত সিং নবম গোল করলে বাংলাদেশকে বড় ব্যবধানে হারের লজ্জায় মাঠ ছাড়তে হয়েছে।

    আগামী ১৭ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই কোরিয়ার সঙ্গেই ২-২ গোলে ড্র করেছিল ভারত।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০