- আজ মঙ্গলবার
- ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ নভেম্বর ২০২১ | ৫:৩২ অপরাহ্ণ
নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর ভারতের ‘সেমিফাইনাল’ অভিযান কার্যত শেষ হয়ে গেছে। সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগও মানছেন, নিউজিল্যান্ড নিশ্চিত করেছে ভারতের বিদায়!
শেবাগের এমন মন্তব্য এসেছে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হারের পর। টুইটারে সাবেক ভারতীয় এই তারকা বলেছেন, ‘ভারত খুবই হতাশ করেছে। চমৎকার খেলেছে নিউজিল্যান্ড। ভারতের শরীরী ভাষা ভালো ছিল না কোন অর্থেই। শট সিলেকশনও বাজে ছিল অতীতের অন্যান্য সময়ের মতো।’
এর পরেই তিনি রুঢ় বাস্তবতার কথা মনে করিয়ে দেন ভারতীয় দলকে ‘নিউজিল্যান্ড কার্যত এটা নিশ্চিত করেছে, ভারত পরবর্তী পর্বে যাচ্ছে না। বিষয়টা ভারতকে অবশ্যই কষ্ট দেবে। এখন সময়টা আত্মসমালোচনার।’
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্পিনার হরভজন সিং অবশ্য ভারতীয় দলের প্রতি সবাইকে সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন এই মুহূর্তে হারের জন্য সবচেয়ে বেশি কষ্টে আছে টিম ইন্ডিয়া, ‘ক্রিকেটারদের প্রতি খুব বেশি কঠোর না হই। আমরা তাদের বেটার ক্রিকেটের জন্যই জানি। এই ধরনের ফলাফল ক্রিকেটারদেরই বেশি কষ্ট দেয়। তার পরেও ব্ল্যাকক্যাপসদের বাহবা জানাই। সব বিভাগেই ওরা চমৎকার ছিল।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |