একের পর এক মরদেহ। একসাথে এতো মরদেহের সৎকার হয়তো এর আগে হয়নি ভারতবর্ষে। শ্মশানে জায়গা না থাকায় পোড়ানো হচ্ছে গণচিতায়।
হাসপাতালে যেন তিল ধরার ঠাঁই নাই। প্রায় সব হাসপাতালে শয্যা এবং অক্সিজেনের তীব্র সংকট। একই শয্যায় চিকিৎসা নিচ্ছেন একাধিক করোনা রোগী। বেড না পেয়ে বাধ্য হয়ে আশ্রয় নিতে হচ্ছে হাসপাতলের মেঝে, বারান্দা এবং খোলা আকাশের নিচে। দিল্লিসহ ভারতের প্রায় বেশিরভাগ রাজ্যের হাসপাতালে চিত্র অনেকটা একই রকম।
করোনা মহামারির মধ্যেও কুম্ভমেলার মতো ধর্মীয় অনুষ্ঠান এবং নির্বাচন চালিয়ে যাওয়ায় সরকারের তীব্র সমালোচনা করছেন বিশেষজ্ঞরা।