- আজ মঙ্গলবার
- ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৩৪ পূর্বাহ্ণ
শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি।
রবিবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দলটির নেতারা শ্রদ্ধা জানান।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির নেতৃত্বে দলের প্রতিনিধিদল প্রথমে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মো. সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও জাপা চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।