• আজ মঙ্গলবার
    • ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ভূমধ্যসাগরে তীব্র ঠান্ডায় সাত বাংলাদেশির মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জানুয়ারি ২০২২ | ৭:৫২ অপরাহ্ণ

    লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যামপিডুজায় যাওয়ার পথে হাইপার থার্মিয়ায় আক্রান্ত হয়ে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।

    আজ মঙ্গলবার ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

    ল্যাপিডুজার নিকটবর্তী জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওয়নের উপকূল থেকে ১৮ মাইল দূরে একটি নৌকায় তাদের দেখতে পান উপকূলরক্ষীরা। পরে তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। তখন সাত বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে।
    হাইপারথার্মিয়া বলতে মানুষের শরীরে তাপমাত্রা কমে যাওয়াকে বোঝায়। দীর্ঘ সময় ঠান্ডার মধ্যে অবস্থান করলে এমনটি ঘটতে পারে। এতে মানুষের শরীরে তাপ উৎপাদন বা শোষণের চেয়ে বিকিরণ করে বেশি। সাধারণত মানবদেহের কেন্দ্রীয় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলে হাইপারথার্মিয়া হতে পারে।

    অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর জানান, অভিবাসীদের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

    ল্যাম্পেদুসার মেয়র স্যালভাতোরে মার্তেল্লো ওই সাত বাংলাদেশি অভিবাসীর মৃত্যু নিশ্চিত করে বলেন, অভিবাসীদের বহনকারী ওই নৌকায় অন্তত ২৮০ জন ছিলেন। যাদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিসরের নাগরিক।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১