• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মাঙ্কিপক্স রোধে পোষা প্রাণী থেকে সতর্ক থাকার আহ্বান

    মাঙ্কিপক্স রোধে পোষা প্রাণী থেকে সতর্ক থাকার আহ্বান

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ মে ২০২২ | ২:৩৫ অপরাহ্ণ

    মাঙ্কিপক্স রোধে পোষা প্রাণী থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। বিএসএমএমইউ-তে আজ মঙ্গলবার সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

    বিএসএমএমইউ-এর উপাচার্য বলেন, ‘সারা বিশ্ব থেকেই খবর পাওয়া যাচ্ছে যে, এ ভাইরাসটি পশু থেকে ছড়িয়েছে। যাদের ঘরে পোষা প্রাণী আছে, তাদের একটু সতর্ক থাকতে বলব। পোষ্য প্রাণীর কামড়, আঁচড় বা লালা থেকে যেন তারা নিজেদের সুরক্ষিত রাখে।’

    উপাচার্য বলেন, ‘আমাদের ডাটাবেজে মাঙ্কিপক্স রোগী ভর্তির কোনো তথ্য নেই। এমন গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা ছিল অপরিসীম। মূলত গণমাধ্যমকর্মীদের সোচ্চার ভূমিকার কারণে আজ দেশ একটি বড় গুজব প্রতিরোধ করতে পেরেছে। আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যমকর্মীদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

    ডা. শারফুদ্দিন বলেন, ‘মাঙ্কিপক্স চিকিৎসায় আমাদের এখানে সব রকম সুযোগ-সুবিধা আছে। আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত রয়েছেন। যদি কখনও মাঙ্কিপক্সের রোগী আমাদের এখানে আসেন, আমরা চিকিৎসা দিতে প্রস্তুত।’

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, ইন্টার্নাল মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেল মামুন আরাফাত, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তরফদার প্রমুখ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১