- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ এপ্রিল ২০২২ | ৫:১০ অপরাহ্ণ
মালির সাহেল রাজ্যের মৌরা এলাকায় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন কমপক্ষে ২০৩ জন।
শুক্রবার মালির সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির কেন্দ্রস্থলে তাদের সামরিক অভিযান চলাকালে সংঘর্ষে ২০৩ জন নিহত হয়েছে।
দেশটির সামরিক বাহিনী আরও জানিয়েছে, মালির সাহেলের মউরা এলাকায় ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সামরিক অভিযান চালানো হয়। যাকে একটি ‘সন্ত্রাসী জাগরণ’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।
সেনাবাহিনীর অভিযানে ৫১ জনকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে। সেখানে বলা হচ্ছে, মউরিতে বেসামরিক নাগরিকসহ কয়েক ডজন লোক নিহত হয়েছে।
মালিতে ২ কোটি ১০ লাখ মানুষের বসবাস। ২০১২ সালে দেশটির বিভিন্ন এলাকায় জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ে। তখন থেকে এ পর্যন্ত জঙ্গি হামলায় হাজারো সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাতপূর্ণ এ পরিস্থিতিতে বিভিন্ন নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধেও।