• আজ মঙ্গলবার
    • ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে জিলহজ ১৪৪৬ হিজরি

    মির্জা আব্বাসের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ এপ্রিল ২০২১ | ৯:৪৫ পূর্বাহ্ণ

    দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠিটি তার কাছে পৌঁছানো হয়েছে।

    ইলিয়াস আলীর গুম হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুলের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনও এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, আমার দলে এখনও রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন, তাহলে কোনও পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না।’

    বক্তব্যটি নিয়ে দলের ভেতরেই সমালোচনা হওয়ায় রোববার সংবাদ সম্মেলনের ডাক দেন। দক্ষিণ শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনের শুরুতেই অনেকটা এলোমেলো মির্জা আব্বাস। মির্জা আব্বাস দাবি করেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। এ জন্য সাংবাদিকদের দায়ী করে, সংবাদ সম্মেলনের শুরুতেই বিব্রতকর প্রশ্ন না করার আহ্বান জানান তিনি। সাংবাদিকরা তার দেয়া বক্তব্য বার বার স্মরণ করিয়ে দিলে মির্জা আব্বাস বলেন, তিনি বিব্রতকর কোনো প্রশ্নের উত্তর দেবেন না। দেশে গণমাধ্যমের যে স্বাধীনতা, তা তার দলই নিশ্চিত করেছিলো বলেও দাবি করেন মির্জা আব্বাস।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০