• আজ বৃহস্পতিবার
    • ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি

    মিশরের কায়রোতে প্রাচীন রাজা রানির মমির শোভাযাত্রা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ এপ্রিল ২০২১ | ৯:৩৬ পূর্বাহ্ণ

    মিশরের রাজধানী কায়রোর সড়কে গতকাল শনিবার (৩ এপ্রিল) নেমেছিলেন ফারাও ও তার সঙ্গীরা। যা দেখতে ভিড় করেন, হাজারো মানুষ।

    মিশরের ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশন থেকে ফারাও ও তাদের রানিদের মমি আরেকটি জাদুঘরে নেয়া হয় গতকাল শনিবার।

    জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল শোভাযাত্রার মধ্য দিয়ে প্রাচীন মিসরীয় সভ্যতার ১৮ জন রাজা ও চার জন রানির অক্ষতপ্রায় এসব মমি নিয়ে যাওয়া হয় সেখানে। এ সময় ২১ বার গান স্যালুট দিয়ে তাদের স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট জেনারেল সিসি। ২২টি মমির এই বহরকে সাজানো হয় হাজার বছরের ঐতিহ্য মেনে শোভাযাত্রায়।

    বর্ণাঢ্য প্যারেডের সাজানো গোছানো গাড়িতে করে এসব প্রাচীন শাসকের মমি নিয়ে যাওয়া হয় তাদের নতুন নিবাসে। মিসরীয় সভ্যতার ওপর নির্মিত নতুন এই জাদুঘরটির নাম দেওয়া হয়েছে ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০