• আজ বুধবার
    • ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২রা সফর ১৪৪৭ হিজরি

    মিসরের ১৩ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ জানুয়ারি ২০২২ | ৫:৪৭ অপরাহ্ণ

    মানবাধিকার উদ্বেগের কারণে মিসরের ১৩ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা বিদেশি সামরিক সহায়তা পেতে শর্ত পূরণে ব্যর্থ হয়েছে মিসর। শনিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    জো বাইডেন প্রশাসন বলছে, মানবাধিকার উদ্বেগের কারণে বাতিল করা হয়েছে। এর কিছুদিন আগেই মিসরের সঙ্গে যুক্তরাষ্ট্রের আড়াইশ কোটি মার্কিন ডলারের অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। এরমধ্যেই ১৩ কোটির মার্কিন ডলারের সামরিক সহায়তার বাতিলের ঘোষণা এলো। যুক্তরাষ্ট্র বলছে, মিসরের জন্য এসব শর্ত পূরণের সময়সীমা শীঘ্রই ঘোষণা করা হবে। মিসর যে অর্থ পাওয়ার কথা ছিল তা অন্য খাতে ব্যয় হতে পারে।

    উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ভিন্নমতাবলম্বী নাগরিকদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে মিশর সরকারের বিরুদ্ধে। হাজার হাজার লোককে কারাগারে পাঠিয়ে সিসি সরকার। মিশরের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলো।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১