• আজ বৃহস্পতিবার
    • ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা সফর ১৪৪৭ হিজরি

    মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ মরদেহ উদ্ধার

    মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ মরদেহ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ মে ২০২৫ | ৫:০৮ অপরাহ্ণ

    মেক্সিকোর মধ্যাঞ্চলে অপরাধপ্রবণ এলাকা গুয়ানাজুয়াতোতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানের সময় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস।

    এক বিবৃতিতে রাজ্য প্রসিকিউটরের দপ্তর বলেছে, গত সপ্তাহে গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে মাটির নিচে মরদেহ খুঁজে বের করতে রাডার ও মরদেহ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়।

    মরদেহের পাশাপাশি ঘটনাস্থল থেকে ছুরি, দা, কুড়ালও উদ্ধার করা হয়েছে। প্রসিকিউটরদের মতে, নিহতদের মধ্যে পাঁচজন নিখোঁজ হিসেবে চিহ্নিত ছিলেন। এর মধ্যে চার পুরুষ এবং একজন মহিলা।

    গুয়ানাজুয়াতো একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য হলেও সরকারি হত্যাকাণ্ড পরিসংখ্যান অনুযায়ী এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য। যেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ লেগেই থাকে।

    মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক সহিংসতায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। যার বেশিরভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

    সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছর গুয়ানাজুয়াতো মেক্সিকোর যেকোনো রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ১৫১টি হত্যাকাণ্ড রেকর্ড করেছে, যা দেশব্যাপী খুনের ১০.৫ শতাংশ।

    এই মাসের শুরুতে, গুয়ানাজুয়াতোতে বন্দুকধারীরা গুলি চালিয়ে শিশুসহ সাতজনকে হত্যা করে। ফেব্রুয়ারিতে রাস্তায় পাঁচজন মহিলা এবং তিনজন পুরুষকে গুলি করে হত্যা করা হয় এই এলাকায়। তার আগের মাসে, রাজ্যটিতে বন্দুকধারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়, যার ফলে ১০ জন সন্দেহভাজন অপরাধী নিহত হয়।

    গত ডিসেম্বরে, গুয়ানাজুয়াতোতে একটি রাস্তার পাশের স্ট্যান্ডে বন্দুকধারীরা গ্রাহকদের উপর গুলো চালানোর পর আটজন নিহত হয়। এ ছাড়া এর দুই মাস আগে, ১২ জন পুলিশ কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয় অঞ্চলটি থেকে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১