- আজ সোমবার
- ৯ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ সেপ্টেম্বর ২০২১ | ৪:৫৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন উপজেলার ভাটেরার হোসেনপুর নামক স্থানে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। মাইক্রোবাসের যাত্রীরা সিলেট থেকে যাত্রী নিয়ে ভাটেরায় কনে দেখতে যাচ্ছিল বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের মাইজগাঁও স্টেশনের মাস্টার মনির হোসেন বলেন, দেড় ঘণ্টা সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর মাইক্রোবাসটি ট্রেন লাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে থানা কুলাউড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই বাবুল আহমেদ জানিয়েছেন, ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন মারা যান। বাকিদের ফায়ার সার্ভিসের কুলাউড়া ইউনিটের একটি দল উদ্ধার করে সিলেটে নেয়ার পথে আরও একজন নিহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক আহত ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।