- আজ বৃহস্পতিবার
- ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২১ | ৫:৩৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে আজ (রবিবার) সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। ভোরে তা আরও বেড়ে যায়। শেষ রাত থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত ঘন কুয়াশা থাকে।
শীতের তীব্রতায় ছিন্নমূল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন কষ্টে। কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে হাওরপাড়, বস্তি ও চা বাগান এলাকার শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে নভেম্বর মাসের শুরু থেকে তাপমাত্রা কমতে শুরু করে। এ অবস্থা চলতে থাকবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। অতীত রেকর্ড অনুযায়ী তাপমাত্রা আরও নিচে নামতে পারে।
এদিকে, শীতজনিত রোগে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি হাসপাতালের আউটডোরেও শীতজনিত কারণে অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভিড় করছেন।