- আজ সোমবার
- ৯ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ মার্চ ২০২৩ | ৮:৩৯ অপরাহ্ণ
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। বুধবার বিকেলে শাহজাহানপুরে মুন্নার বাসভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যায় মুন্নাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।
টুকু বলেন, বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কর্মসূচি পালন শেষে মুন্নাসহ আমি বের হই। মুন্না শাহজাহাপুরে পৌঁছালে পুলিশ তাকে আটক করে বলে আমি জানতে পেরেছি।
কী কারণে মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে যুবদল সভাপতি বলেন, এখনও জানতে পারিনি। তবে মুন্নার নামে নতুন কোনো মামলা নেই। আগের মামলাগুলোতে জামিন নেয়া আছে।