- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ৬:১৩ অপরাহ্ণ
রাঙামাটিতে এক শিশুকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের দায়ে ষাটোর্ধ্ব বৃদ্ধ শহীদ মল্লিককে আট বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস ই এম ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন। রাঙামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
একই মামলায় গাফিলতির দায়ে সিআইডির ডিএনএ পরীক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে আসামি শহীদ মল্লিকের মুদি দোকানে পণ্য কিনতে গিয়ে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের শিকার হয় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটি। পরে মেয়ের বাবা নানিয়ারচর থানায় মামলা করেন। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।
রফিকুল ইসলাম বলেন, ‘অর্থদণ্ড থেকে পাওয়া টাকা বাদীর পরিবারকে দেওয়া হবে। আসামি আগামী ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে পাওয়া অর্থ বাদীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মামলায় ব্যবহারযোগ্য আলামতের ডিএনএ পরীক্ষায় গাফিলতির কারণে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি বিভাগের ডিএনএ পরীক্ষক সৌরভ দে সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।’