• আজ মঙ্গলবার
    • ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    রাজধানীতে ইয়াবা কারবারি গ্রেপ্তার

    রাজধানীতে ইয়াবা কারবারি গ্রেপ্তার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৫:০৮ অপরাহ্ণ

    রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ মো. আলমগীর হোসাইন (৩৩) নামের এক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তার কাছ থেকে তিন হাজার ৮২২ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়।

    রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

    তিনি বলেন, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আলমগীর হোসাইনকে (৩৩) তিন হাজার ৮২২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিকআপভ্যানসহ গ্রেপ্তার করা হয়।

    তিনি জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা কারবারের বিষয়টি স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে জব্দ করা পিকআপভ্যান ব্যবহার করে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা কিনে নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১