- আজ মঙ্গলবার
- ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৫শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:১৭ অপরাহ্ণ
রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- আব্দুর রহিম (১৮) ও মো. রায়হান (১৯)। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুরের-২ নম্বর বড়বাগ এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের বাহিরের দিকে মাচান বেঁধে কাজ করছিলেন শ্রমিকরা।
এসময় মাচান ভেঙে দুই শ্রমিক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. মহসিন আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।