- আজ বুধবার
- ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১১ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৪:৪৭ অপরাহ্ণ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতেও বলেছেন তিনি।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
বিষয়টি বাংলাদেশ এখনও পর্যবেক্ষণ করছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ডেফিনেটলি আমরা তো যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি আরও দুয়েকদিন অবজার্ভ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পোল্যান্ড ও রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা ইতোমধ্যেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে বাংলাদেশিদের কী অবস্থা, তারা আপডেট দিচ্ছেন। সব জিনিসই তারা অবজার্ভ করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ আছে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের সভায় ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন; ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন; বিমসটেক সনদ-এর খসড়া অনুমোদন; ‘আইএলও কনভেনশন-১৩৮’ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন; রফতানি নীতি ২০২১-২০২৪ এর খসড়ার অনুমোদন; গত ৮ থেকে ১৮ নভেম্বর ২০২১ মেয়াদে কৃষিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ; গত ২২ নভেম্বর হতে ৬ ডিসেম্বর ২০২১ মেয়াদে রেলপথ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের যুক্তরাজ্য, জার্মানি, স্পেন ও ফ্রান্স সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ এবং গত ১৮ হতে ২৫ ডিসেম্বর ২০২১ মেয়াদে রেলপথ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের রাশিয়া সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণের সিদ্ধান্ত হয়।