- আজ মঙ্গলবার
- ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ নভেম্বর ২০২১ | ৫:৩৩ অপরাহ্ণ
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরিবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা চেয়েছেন। তারা চান বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় যে রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করতেন তা বর্তমানেও চালু থাকুক। সোমবার ইসরাইলি পত্রিকা জেরুসালেম পোস্ট এমন সংবাদ প্রকাশ করেছে।
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ছয় মাসের রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা বরাদ্দ রয়েছে। নেতানিয়াহুর স্ত্রী ও তার দু’ছেলেও এ নিরাপত্তা ব্যবস্থার সুবিধা ভোগ করছেন। ইসরাইলের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর নেতানিয়াহুর জন্য ছয় মাসের রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা বরাদ্দ করে দেশটির মন্ত্রিসভা। এ ছয় মাসের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ আছে আর মাত্র এক মাস।
কিন্তু, এখন বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরিবার এ রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ আরো বাড়ানোর দাবি করছেন। কারণ, তারা নাকি এখন বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন।
ইসরাইলের হিব্রু ভাষার পত্রিকা ওয়াল্লা বলেছে, বেনিয়ামিন নেতানিয়াহু পরিবারের প্রতিনিধিরা ইসরাইলের প্রধানমন্ত্রীর প্রধান নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা অ্যালন হালিভার কাছে আবেদন করেছে যেন তাদের দাবির বিষয়টি বিবেচনা করা হয়। এ রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধার বিষয়টি নিয়ে কাজ করেন অ্যালন হালিভা।
বেনিয়ামিন নেতানিয়াহু হলেন একমাত্র ব্যক্তি যিনি ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তার ছেলেরাও রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা ভোগ করতেন। নেতানিয়াহুর ছেলেদেরকে নিরাপত্তা দিতেন ইসরাইলের নিরাপত্তা বাহিনী। এ দেহরক্ষীদের বেতনও দেয়া হতো ইসরাইলের রাষ্ট্রীয় তহবিল থেকে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |