• আজ মঙ্গলবার
    • ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে জিলহজ ১৪৪৬ হিজরি

    রূপগঞ্জে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৩

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ আগস্ট ২০২১ | ৬:১৮ অপরাহ্ণ

    নারায়ণগঞ্জের রুপগঞ্জে পণ্যবাহী ট্রাকের সঙ্গে একটি প্রাইভেট কারের সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন যাত্রী। রোববার মধ্যরাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে (কাঞ্চণ-কুঁড়িল বিশ্বরোড) একটি তেলের পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন জানান, রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটা থেকে একটার সময় এশিয়ান হাইওয়ে সড়কে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকারের সাথে পেঁয়াজবাহী একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এর চালক ও দুই যাত্রী যাত্রী নিহত হন। আহত হন আরও এক যাত্রী। পরে স্থানীয়রা এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

    খবর পেয়ে পুলিশ নিহত তিনজনের লাশ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০