• আজ বৃহস্পতিবার
    • ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি

    লিঙ্গ সমতা নিশ্চিতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর তিন প্রস্তাব

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ সেপ্টেম্বর ২০২১ | ১০:০৬ পূর্বাহ্ণ

    লিঙ্গ সমতা নিশ্চিতে জাতিসংঘে তিনটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহবানে নারী নেতাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এ প্রস্তাব দেন তিনি।

    এই প্রস্তাবে নারী নেতাদের নেটওয়ার্ক গঠনে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বলেন, আগামীতে একটি শক্তি হিসেবে কাজ করবে এই নেটওয়ার্ক। বিশ্বজুড়ে নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে রাজনৈতিক ও আর্থিক সহায়তার কথাও বলেন তিনি।

    প্রধানমন্ত্রী তাঁর প্রথম প্রস্তাবে বলেন, আমি লিঙ্গ সমতার বিষয়ে উপদেষ্টা বোর্ড প্রতিষ্ঠার জন্য আপনাদের প্রশংসা করি। এখন এটিকে স্থানীয়করণ করা দরকার। আমাদের প্রত্যেক পর্যায়ে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে লিঙ্গ চ্যাম্পিয়ন প্রয়োজন এবং আমরা দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দিতে পারি।

    দ্বিতীয়ত, নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে পর্যাপ্ত রাজনৈতিক ও আর্থিক ভাবে সাহায্য-সহযোগিতা করা প্রয়োজন। এ ধরনের প্রচেষ্টায় সহায়তার ক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    তৃতীয় প্রস্তাবে তিনি বলেন, আমি লিঙ্গ সমতার জন্য আমাদের সাধারণ কর্মসূচিকে জোরদার করতে নেতৃবৃন্দের একটি সম্মেলন ডাকার করার জন্য আহ্বান জানাচ্ছি। শুধু আমরা নই, সকল নেতার এতে যোগদান করা উচিত এবং লিঙ্গ সমতার অগ্রগতির জন্য দৃঢ় প্রতিশ্রুতি উপস্থাপন করা উচিত।

    এর আগে নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের প্রথম দিনে, উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সুইডেন ও কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোলটেবিল বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০