• আজ বৃহস্পতিবার
    • ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি

    শাশুড়ি হলেন মৌসুমী

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ মার্চ ২০২১ | ৮:৩৪ অপরাহ্ণ

    বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। এই জুটি অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ে এসে পরিচয় এরপর পরিণয় গড়ায় বিয়েতে। পুত্র ফারদিন ও কন্যা ফাইজাকে নিয়ে ওমর সানী-মৌসুমীর সংসার। গণমাধ্যম থেকে ফিল্মপাড়ার শোনা গেছে স্বাধীনের বিয়ের কথা।

    মৌসুমী সংবাদমাধ্যমে জানান, ৫ এপ্রিল স্বাধীনের গায়ে হলুদ। ৯ এপ্রিল বিবাহত্তোর সংবর্ধনা।

    এবার ফারদীন এহসান স্বাধীন, তার ফেসবুকে  স্ত্রীর সঙ্গে তোলা একাধিক ছবি শেয়ার করেছেন। স্বাধীনের ফেসবুক সূত্রে জানা গেছে, ২৬ মার্চ বিয়ে করেছেন তিনি। তার স্ত্রীর নাম সাদিয়া রহমান আয়েশা। স্বাধীনের শেয়ার করা পোস্টে তাদের শুভেচ্ছা জানিয়েছেন সিনেমা পাড়ার অনেকেই।

    ছেলে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানী। তিনি বলেন, ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আমরা বউ নিয়ে এসেছি।

    সাদিয়া রহমান আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মা-বাবার সঙ্গে কানাডায় থাকেন। তার পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাসে আগে ফারদীনের সঙ্গে আয়েশার পরিচয়। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর ভালো লাগা। সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দুজন। এরপর পারিবারিক আলোচনার ভিত্তিতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়।

    মৌসুমী-ওমর সানী পুত্র  ফারদীন এহসান স্বাধীন অনেক আগেই পরিচালনায় নাম লেখান । ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছিলেন তিনি। এছাড়া কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমাও নির্মাণ করেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০