• আজ মঙ্গলবার
    • ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    শাহীন স্কুল এন্ড কলেজের হোস্টেল থেকে এসএসসি পরীক্ষার্থী মরদেহ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২১ | ১০:০৮ পূর্বাহ্ণ

    রাজধানীর উত্তরায় শাহীন স্কুল এন্ড কলেজের হোস্টেল থেকে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুস্থ্য ছেলে হোস্টেলে রেখে গিয়ে রাতেই এক মাত্র সন্তানের লাশ পেয়ে শোকে পাথর মা। স্কুল কতৃপক্ষ আত্নহত্যা বললেও পরিবারে সদস্যরা মানতে নারাজ।

    আবির হোসেন, গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইলে। চাকরিজীবী বাবা মার সাথে ঢাকার নবাবগঞ্জে থাকতেন। আবির এবছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো। দেড় বছর পর স্কুল খোলার ঠিক আগের দিন শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উত্তরা শাহীন স্কুল ও কলেজের হোস্টলে রেখে যান তার বাবা। সন্ধ্যায় বাবার কাছে স্কুল থেকে ফোন আসে আবিরের অবস্থা ভালো না।

    রাতে বাবা মা স্কুলে পৌঁছালে আবির এর মরদেহ হস্তান্তর করা হয়।

    স্কুল শাখার পরিচালক জানান, রাতে শোবার ঘরের জানালার সাথে গামছা প্যাচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর নেয়া হয় উত্তরার একটি হাসপাতালে।

    এ বিষয়ে, অপমৃত্যুর মামলা শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১