- আজ রবিবার
- ১৫ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২৯শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১লা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ এপ্রিল ২০২১ | ৫:২৬ অপরাহ্ণ
গাজীপুর জেলা কারাগার থেকে রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে।
শনিবার পুলিশ ও র্যাব সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা বলয়ে তাকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ছিল।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার বজলুর রশিদ আখন্দ জানান, শনিবার বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে এবং দুপুর সাড়ে ১২টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার-২-এ পৌঁছেছেন।
উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে বৃহস্পতিবার র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় পরে ঢাকায় অপর একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগের দিন বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র্যাব।