• আজ মঙ্গলবার
    • ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ অক্টোবর ২০২১ | ৯:৪৬ অপরাহ্ণ

    গাজীপুরর কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধার পরিচয় মিলেছে। তার নাম মায়া গমেজ (৬০)। তিনি উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপড়াগ্রামের মৃত অন্তনী কস্তার স্ত্রী।

    বুধবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিতকরেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আমিনুল ইসলাম। এর আগে মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে ওই মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।

    পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, করোনার ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্য গত সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মায়া গমেজ বাড়ি থেকে বের হয়। পরে আর আর বাড়ি ফিরেনি।

    এসআই জানান, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১