• আজ মঙ্গলবার
    • ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে জিলহজ ১৪৪৬ হিজরি

    শোক দিবসে কাশিমপুর কারাগারে ছিল নানা আয়োজন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ আগস্ট ২০২১ | ৭:২৭ অপরাহ্ণ

    নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে কাশিমপুর কারাগারে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

    কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জ্যেষ্ঠ জেল সুপার এবং কাশিমপুর মহিলা কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেল সুপার আব্দুল জলির জানান, এ দিনটি উপলক্ষে এ কারাগারের ১৫টি ভববনের সামনে জাতির জনকের প্রকৃতি স্থাপন করা হয়। বন্দিরা তাতে পুষ্পস্তবক অর্পণ করেন।

    অধূমপায়ী, নামাজি ও ভালো গুণের বন্দি রয়েছে এমন ১৫টি ওয়ার্ডকে মডেল ওয়ার্ড ঘোষণা করা হয়েছে।

    কারাচত্বরের ভেতরের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, ১৫ প্রজাতির গাছের চারা রোপন, বন্দি ও কারাকর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা, কোরআনখানি, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

    মিলাদে জাতির পিতা ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবার ও মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।

    জেল সুপার আব্দুল জলিল আরও বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে এ কারাগারের ৫শ বন্দিকে বাছাই করে বিনামূল্যে স্বজনদের সঙ্গে ১০ মিনিট করে কথা বলা সুযোগ দেওয়া হয়েছে। স্বাভাবিক সময়ে এখান থেকে স্বজনদের সঙ্গে কথা বলতে টাকা দিতে হয়।

    তিনি জানান, ২৫ জন বন্দিকে লুঙ্গি দেওয়া হয়েছে। ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস ও রক্তচাপ মেপে দেওয়া হয়েছে। করোনাকালে ভিটামিন সি-এর যোগান দিতে বন্দিদের লেবু এবং স্টাফদের এক পাতা করে (সি-ভিট) ট্যাবলেট দেওয়া হয়েছে।

    এছাড়া কাশিমপুর মহিলা কারাগারে মা বন্দিদের সঙ্গে আসা ২৯ জন ছেলে ও ২৯ জন মেয়ে শিশুর মাঝে চিত্রাঙ্কন, ছড়া ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং তাদের সবার মাঝে সান্ত্বনা পুরস্কারও বিতরণ করা হয়।

    কাশিমপুর হাই সিকিউিরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর অতিরিক্ত দায়িত্বে থাকা জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার এবং কাশিমপুর কারাগার পার্ট-১-এ জাতীয় শোক দিবসে বন্দিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরখান খতম, মিলাদ-দোয়া ও আলোচনায় অংশ নিয়েছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০