- আজ বৃহস্পতিবার
- ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ আগস্ট ২০২১ | ১:০৪ অপরাহ্ণ
করোনা জয় করে ফের মাঠে সক্রিয় হয়েছেন গাজীপুরের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। ১৪ দিনের ঘরবন্দিত্ব শেষ করে সোমবার সকালে যোগ দেন শহরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর শাখা আয়োজিত শোকদিবসের আলোচনা সভা ও দেয়া মাহফিলে।
এরপর তিনি নগরীর বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন পরিদর্শন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ১৫ আগস্ট এবং ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ৭৫ সালের ১৫ আগস্টের খুনীরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেই ক্ষান্ত হননি, তারা ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা চালায়। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনও থেমে যায়নি,।