- আজ বৃহস্পতিবার
- ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ডিসেম্বর ২০২১ | ৬:৫৫ অপরাহ্ণ
ডা. মুরাদ হাসানকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা কার্যনির্বাহী সদস্য পদ থেকে ডা. মুরাদ হাসানকে অব্যাহতির বিষয়টি সাংবাদিকদের জানান। এছাড়াও জেলা আওয়ামী লীগের মাধ্যমে ডা. মুরাদ হাসনকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে বলেও তিনি জানান।
এর আগে গতকাল জামালপুর জেলা আওয়ামী লীগের জরুরী কার্যনির্বাহী পরিষদের সভায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়।
উল্লেখ্য, বিতর্কিত বক্তব্য ও আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় গত সোমবার রাতে ডা. মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরের দিন বুধবার পদত্যাদ করেন ডা. মুরাদ হাসান।