- আজ বুধবার
- ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুন ২০২১ | ১১:৫১ পূর্বাহ্ণ
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সাতক্ষীরা জেলায় সাতদিনের লকডাউনের আজ তৃতীয় দিন।
সকাল থেকে লকডাউনের বাধা নিষেধের কারণে শহরে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে মাস্ক। সব গণপরিবহন বন্ধ রয়েছে।
নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ রয়েছে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লকডাউনের মধ্যে ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ক্লিনিক, বিদ্যুৎ জ্বালানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা রয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে খুলনা ও যশোর যাতায়াতের পথ বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখা হয়েছে। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে স্বাস্থ্যবিধি লংঘন করে খোলামেলা ঘুরতে না পারেন সেজন্য পুলিশ ও বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।