- আজ সোমবার
- ৯ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে জিলহজ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ নভেম্বর ২০২১ | ৩:৫৩ অপরাহ্ণ
সিয়েরা লিওনে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮৪ জন নিহত হয়েছেন।গতকাল শুক্রবার রাজধানী ফ্রিটাউনের উপকণ্ঠে এমন ঘটনা ঘটে।
আজ শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনডিএমএ)-এর পরিচালক মোহাম্মদ লামরানে বাহ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, ‘ট্যাংকারে বিস্ফোরণে অনেকেই আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর’।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। নিহতদের মরদেহ উদ্ধারে কাজ চলছে।
রাজধানীর মেয়র নিজের ফেসুবকে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ওয়েলিংটনের বাই বুরেহ রোডের পাশে একটি জ্বালানিবাহী ট্রাক অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এটি খুবই দুঃখজনক খবর’।
তিনি আরও যোগ করেন, ‘এমন দুর্ঘটনায় যারা আপনজন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি’।